
নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং জোরদার করা প্রয়োজন : খুবি উপাচার্য
বিএনসিসির খুলনা ফ্লোটিলা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান
খুলনা, রাজশাহী, বরিশাল, ইসলামী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক নেভাল ক্যাডেটদের অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী খুলনা ফ্লোটিলা ক্যাম্প-২০২২ শেষ হয়েছে। সমাপনী দিনে আজ ৩১ অক্টোবর (সোমবার) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা হিসেবে নানামুখী শিক্ষণীয় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য বিএনসিসি, স্কাউটিংসহ এ ধরনের আধাসামরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া দরকার। তিনি বলেন, বর্তমান যুব সমাজে মাদকসহ নানা অপসংস্কৃতি প্রবেশের ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে। এখান থেকে ফেরাতে না পারলে তারা সুনাগরিক হিসেবে দেশ, সমাজ ও পরিবারের দায়িত্ব পালন করতে পারবে না। তিনি বলেন, বিএনসিসি একটি দ্বিতীয়সারির সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের যে প্রশিক্ষণ কর্মসূচি, তার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মরক্ষার পাশাপাশি দেশের সেবায় নিয়োজিত হওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে। সময়ানুবর্তীতা শিখতে পারে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে খুলনা ফ্লোটিলার ভেন্যু হিসেবে বেছে নেওয়ার জন্য ফ্লোটিলা কমান্ডারসহ আয়োজকদের ধন্যবাদ জানান।
এ পর্বে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট বিএন রুম্মান বিন ইসলাম। এসময় সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসির ব্যাটেলিয়ন অ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, রেজিমেন্ট অ্যাডজুডেন্টট স্কোয়াড্রন লিডার জহির আহমাদসহ খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আর্মি উইংয়ের প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর মীর সোহরাব হোসেন, নেভি উইংয়ের শাপলা সিংহ উপস্থিত ছিলেন।
এই ফ্লোটিলায় প্রশিক্ষণে প্রশিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষক এবং শতাধিক ক্যাডেট অংশ নেন। এই ফ্লোটিলা ক্যাম্পে ফায়ারিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোঃ রাবিদ খানকে প্রথম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুকসিতুর রহমান মুগ্ধকে দ্বিতীয় পুরস্কার ও মহিলা ক্যাডেটদের মধ্যে প্রথম হিসেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পারভীন তালুকদারকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য ২০০৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি চালু হওয়ার পর এই প্রথম এ ক্যাম্পাসে সুন্দরবন রেজিমেন্টের অন্যতম খুলনা ফ্লোটিলা ২০২২ ক্যাম্প অনুষ্ঠিত হলো।