খুবির বিএ ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর জাহিদুর ও প্রফেসর তৌহিদুর রহমানের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এস এম জাহিদুর রহমান ও প্রফেসর এস এম তৌহিদুর রহমান এর পিতা এস এম সাহিদুর রহমান গতরাত (২৮ সেপ্টেম্বর) ১০টায় বার্ধক্যজনিত কারণে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নগরীর কয়লাঘাট কাগজী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এস এম জাহিদুর রহমান ও প্রফেসর এস এম তৌহিদুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মতিউল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ।