ক্রীড়াপঞ্জী প্রণয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে খুবির শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে মতবিনিময়
আজ ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী প্রতিনিধিদের (ক্রীড়া) নিয়ে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। সভা সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনে ক্রীড়াপঞ্জী প্রণয়ন, ক্রিকেট-ফুটবল, ভলিবল, ইনডোর গেমস্ এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং মাঠের উন্নয়ন, সিডিউল অনুযায়ী খেলা শেষ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনাকালে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় নির্বাচনের বিষয়টিও স্থান পায়। এ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াপঞ্জী প্রণয়ন ও অনুসরণের এ ধরনের এবারই প্রথম নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
সভায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব বলেন, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের মতামত নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হবে। পরবর্তীতে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এসকল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।