খুবিতে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে মুক্তমঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী, রাত ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপ করণ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা এবং বিকাল ৪টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।