খুবির প্রথমবর্ষের ক্লাস সশরীরে শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হবে। গত ০৩ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।