খুবির অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হলেন ড. মোঃ হাসানুজ্জামান

তিনশত পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হলেন এ প্রকল্পের প্রথম পূর্ণাঙ্গ প্রকল্প পরিচালক।