খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিতদের উপাচার্যের অভিনন্দন
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২২ এ নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নানামুখী যে উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে এ বিষয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি সার্বিক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।