জাতীয় অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী এই বরেণ্য শিক্ষক-গবেষক বাংলাদেশে নজরুল চর্চা, বাংলা একাডেমির উৎকর্ষ সাধনসহ বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে অনন্য সাধারণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত গ্রন্থাদি আমাদের ভাষা, সাহিত্য ও ইতিহাসের অমূল্য সম্পদ। তাঁর মৃত্যুতে দেশ শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে একজন অভিভাবককে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।