খুবির চারুকলা স্কুল ও স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য অংকন পরীক্ষা ৪ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে চারুকলা স্কুল এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য আগামী ০৪ ডিসেম্বর অংকন পরীক্ষা নিম্নোক্ত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থাপত্য ডিসিপ্লিনের পরীক্ষা সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ও চারুকলা স্কুলের সকল ডিসিপ্লিনের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য খাতা ছাড়া অংকন পরীক্ষার আনুষাঙ্গিক দ্রব্যাদি (যেমন: পেন্সিল, বোর্ড ইত্যাদি) এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার ২ কপি  Admit Card সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।