খুবির ফার্মেসি ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন তাসনিম মিতুর ইন্তেকালে উপাচার্যের শোক
খুলনা
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের মাস্টার্সের দ্বিতীয় টার্মের
শিক্ষার্থী জারিন তাসনিম মিতু করোনা পরবর্তী শারীরিক জটিলতায় গতকাল রাত
৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না
লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৪ বছর। তিনি স্বামী,
পিতা-মাতা, সহপাঠী ও শিক্ষকমণ্ডলীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাতেই
নামাজে জানাজা শেষে তাকে মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফার্মেসি ডিসিপ্লিনের
মাস্টার্সের দ্বিতীয় টার্মের শিক্ষার্থী জারিন তাসনিম মিতুর ইন্তেকালে গভীর
শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান
স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস,
ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীসহ সংশ্লিষ্ট
ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ
করেছেন।