প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আগামীকাল খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২১খ্রি. মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপ-উপাচার্য, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত থাকবেন বলে রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে।