
স্টুডেন্ট প্রজেক্ট প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুবির অপটিমিস্ট দলের উদ্ভাবনা চ্যাম্পিয়ন
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের
CLUSTER
ক্লাব সাম্প্রতিক সময়ে
IEEE YESIST12 Student Project
প্রতিযোগিতা আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় বৃহত্তর খুলনা, বরিশাল ও যশোর
অঞ্চলের ১২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি
সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ৮৮টি দল রেজিস্ট্রেশন করে এবং মূল কনসেপ্ট
প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ৬৬টি আইডিয়া অংশগ্রহণ করে ২৫টি ফাইনালের জন্য
মনোনীত হয়।
৩১ শে আগস্ট আয়োজিত লাইভ অনলাইন ফাইনাল প্রেজেন্টেশনে
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং
উদ্যোক্তা মন্ডলীর উপস্থিতিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা
বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের দল
KU Optimists
এর বাংলা ভাষার যেকোন ডকুমেন্টকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের উপযোগী ব্রেইল
ভাষায় রূপান্তরের প্রজেক্টটি। এই দলের সদস্যবৃন্দ দলনায়ক মোঃ শাফায়েত
জামিল, মোঃ নাহিদ হাসান, মুরসালিন আরেফিন এবং প্রমিতা বাগচি। উল্লেখ্য
খুলনা জোনের চ্যাম্পিয়ন দলটি
International IEEE YESIST12 ইভেন্টে অংশগ্রহণ করবে। এছাড়াও ১ম ও ২য় রানারআপ হয় যথাক্রমে
Residential rooftop rainwater harvesting এবং
Automatic bangla text correction
দল। বাংলাদেশ হাইটেক পার্কের সহায়তায় খুলনা জোনের প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের
CLUSTER
ক্লাবের উপদেষ্টা ড. কাজী মাসুদুল আলম, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড.
জি এম আতিকুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
১১
সেপ্টেম্বরের ফল ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক
কর্তৃপক্ষের যুগ্মসচিব এ এন এম শফিকুল ইসলাম। এছাড়াও খুলনা জোনের প্রোগ্রাম
আয়োজনে বিশেষভাবে সহায়তা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
যথাক্রমে সহকারী অধ্যাপক অতনু সোম, প্রভাষক এম. রায়হান, প্রভাষক জাবেদ আল
ফয়সাল, প্রভাষক ফারহানা তাজমীম পিংকি এবং প্রভাষক শাহরিমা ইসলাম।
খুলনা
বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং নর্দার্ন ইউনিভার্সিটি
অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার বিভিন্ন ছাত্র সংগঠন উক্ত অনুষ্ঠান আয়োজনে
স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেন। ছাত্রদের কার্যক্রম সমন্বয় করেন
CLUSTER
এর সাধারণ সম্পাদক মুনতাসির হাফিজ সাজিদসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।