হলের সিট ভাড়ার পর এবার খুবি শিক্ষার্থীদের করোনাকালীন পরিবহন ভাড়া মওকুফ

করোনা সংক্রমণের ফলে খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সময় শিক্ষার্থীদের দ্বিতীয় টার্মের পরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। অর্থ কমিটির ৭৬তম সভার এ সংক্রান্ত সুপারিশ গতকাল ০৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৪তম সভায় অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ০৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীদের জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়। এছাড়া এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদূর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে।