
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ০৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ বুধবার পালিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা কেক কাটা হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন ও একই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, ডিসিপ্লিনের প্রথম শিক্ষক প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে প্রফেসর মোঃ ইয়াছিন আলী, অ্যালামনাই ও জাতিসংঘের এফএও’র সুদানে কর্মরত হেড অব ইমার্জেন্সি মোঃ মেজবানুর রহমান। সূচনা বক্তব্য রাখেন অ্যালামনাই ও প্রথম ব্যাচের শিক্ষার্থী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ইয়ামিন কবীর। সঞ্চালনা করেন অ্যালামনাই ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।
বক্তারা জানান, করোনা মহামারির পরিস্থিতির উন্নতি হলে আগামী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আড়ম্বর পরিবেশে ২৫ বছর পূর্তি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের এ দিনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন যাত্রা শুরু করে। প্রথম ব্যাচে মোট ২৬ জন শিক্ষার্থী নিয়ে এ অভিযাত্রা শুরু হয়।