করোনাকালীন খুবির শিক্ষার্থীদের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করোনাকালীন সময়ের মধ্যে জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের হলের সিট ভাড়া মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি জানান, এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদূর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে।