
খুবি সিইটিএল-এর উদ্যোগে কেসিসি উইমেন্স কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
০৬ সেপ্টেম্বর ২০২১ খ্রি. সোমবার দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল)-এর উদ্যোগে টার্ম ফাইনাল এক্সামিনেশন ভায়া অনলাইন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কেসিসি উইমেন্স কলেজের শিক্ষকদের অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় উদ্বোধন বক্তব্য রাখেন সিইটিএল-এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। প্রশিক্ষক ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মাহমুদ-উজ-জামান। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুজ্জামান। তিনি সিইটিএল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তার কলেজের শিক্ষকদের নিয়ে এই কর্মশালা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কর্মশালাটি সঞ্চালনা করেন সিইটিএল এর উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।