খুবির সিইটিএল’র উদ্যোগে টার্ম ফাইনাল এক্সামিনেশন ভায়া অনলাইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আজ ২৪ আগস্ট ২০২১ খ্রি. মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে টার্ম ফাইনাল এক্সামিনেশন ভায়া অনলাইন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের উদ্দেশ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। প্রশিক্ষক ছিলেন প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মাহমুদ-উজ-জামান। কর্মশালাটি সঞ্চালনা করেন সিইটিএল এর উপ-পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।