খুবিতে সকল বর্ষের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি পর্যালোচনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা গ্রহণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আজ ২২ আগস্ট ২০২১ খ্রি. রবিবার বেলা ২টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে উপাচার্যের সাথে ডিন, ডিসিপ্লিন প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন। সভায় উক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে যাবতীয় টেকনিক্যাল ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।