জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবি শিক্ষক সমিতির ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ১৬ আগস্ট ২০২১ খ্রি. সোমবার বেলা সাড়ে ১১টায় ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা করেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। উদ্ধৃতি পাঠ করেন প্রফেসর ড. সমীর কুমার সাধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।