খুবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কিত কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পর্কিত খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দু’দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আজ ১২ আগস্ট ২০২১ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণে ২য় শ্রেণির কর্মকর্তা থেকে সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালকরা অংশ নেন। বিকাল ৩টায় দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।
দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য ও এপিএ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবু তাহের, ইউজিসি’র এপিএ ফোকালপার্সন মোঃ গোলাম দস্তগীর, সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সহকারী সচিব আর. এইচ. এম আলাওল কবির। প্রশিক্ষণ পর্বে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও খুবি এপিএ টিমের সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুস। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ এস এম আবু নাসের ফারুক।