জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দুর্দান্ত জয়ে টাইগারদের খুবি উপাচার্যের অভিনন্দন

হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে টাইগারদের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য দলের খেলোয়াড়সহ কোচ, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্টদের তিনি অভিনন্দন জানান এবং এই জয়ে অনুপ্রাণিত হয়ে চলতি সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।