খুবির প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে একাডেমিকসহ সার্বিক বিষয়ে উপাচার্যের মতবিনিময় শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন একাডেমিক বিষয় নিয়ে প্রত্যেক ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে অনলাইনে পর্যায়ক্রমে মতবিনিময় শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন কোড অনুযায়ী পর্যায়ক্রমে সকল ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে তিনি মতবিনিময় করবেন বলে উপাচার্যের দপ্তর থেকে জানা গেছে। ইতোমধ্যে তিনি স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। আজ বুধবার ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। আগামীকাল বৃহস্পতিবার নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে তিনি মতবিনিময় করবেন। মতবিনিময়কালে তিনি করোনা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সর্বশেষ সার্বিক একাডেমিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং শিক্ষা ও গবেষণায় বিশ^মান অর্জন, আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরির ব্যাপারে সবিশেষ গুরুত্বারোপ করেন।