খুবি উপাচার্যকে বাগেরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আজ ০৯ জুন ২০২১ খ্রি. তারিখ বুধবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন-কে বাগেরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে উপাচার্যের কর্মমেয়াদের সাফল্য কামনা করা হয়। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ এবং বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্য বাগেরহাট ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণায় বৃত্তি প্রদানের আগ্রহ প্রকাশকে স্বাগত জানান।