খুবি উপাচার্যের নগরীর বয়রাস্থ ১১ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন

নগরীর বয়রাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জায়গায় ৩২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ১১ তলা বিশিষ্ট শহিদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গতকাল ০৭ জুন, ২০২১ খ্রি. সোমবার বিকেলে তিনি নগরীর বয়রায় চলমান প্রকল্পের  এ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণকাজ ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রসায়ন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।