খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে গত ৬ জুন, ২০২১ খ্রি. রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উপলক্ষ্যে “বাংলাদেশের ইকোসিস্টেম সমূহের ক্রমাগত পরিবর্তনের জন্য মানুষই একমাত্র দায়ী” শীর্ষক অনলাইন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট পরিবেশ ও মানবাধিকার কর্মী এবং নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, খুলনা বিশ্ববিদ্যালযের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। বিতর্ক প্রতিযোগিতাটিতে মডারেটর ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।
বিতর্কটি সংসদীয় ধারায় অনুষ্ঠিত হয়েছে এবং সরকারি ও বিরোধী দল হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার পক্ষে ছিলেন প্রধানমন্ত্রী- মোঃ রেজায়ানুল ইসলাম শুভ, ১ম বর্ষ-২০১০৬২, মন্ত্রী-মাসুমা সুলতানা, ৩য় বর্ষ-১৮১০৫৩, সংসদ সদস্য- খন্দকার ফাইআজ ইশতিআক, ৩য় বর্ষ-১৮১০৪৬, ৪র্থ সংসদ সদস্য- সৈয়দ জিহাদ হোসাইন, ২য় বর্ষ-১৯১০৫৫।
এছাড়াও বিরোধী দলের হিসেবে অংশগ্রহণ করেন বিরোধী দলীয় নেতা-জান্নাতি আক্তার, ৩য় বর্ষ-১৮১০৩৪, উপনেতা-অভিজিত কুমার পাল, ২য় বর্ষ-১৯১০০৬, সংসদ সদস্য-শারামন নওশীন ঋধি, ৩য় বর্ষ-১৮১০৪৮, ৪র্থ সংসদ সদস্য- সুমাইয়া জেরিন, ১ম বর্ষ-২০১০৫৬।
আরও বিতর্ক প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সম্মানিত শিক্ষকবৃন্দসহ ও বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া যশোর ও খুলনা সার্কেলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম অংশগ্রহণ করেন।