খুবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ০৫ জুন, ২০২১ খ্রি. শনিবার বেলা ১টা ১৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুয়া) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ড. সত্যেন্দ্রনাথ একাডেমিক ভবনের সামনে একটি কৃষ্ণচূড়ার চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুয়া) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।