খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পিতার ইন্তেকাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পিতা খুলনা ও বাগেরহাটের সাবেক জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক শেখ আকরাম হোসেন আজ বৃহস্পতিবার ভোর রাতে টুটপাড়ায় তাঁর কন্যার বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় তাকে খালিশপুরস্থ বাসভবনে নেওয়া হয়। পরে বেলা ১২.৪০ মিনিটে নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এক শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত, কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন