খুবিতে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ৯ টায় নিষ্প্রদীপ করণ (খুবির অদম্য বাংলায়)। ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে সকাল ৬-৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে, সকাল ৬-৪০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০ টায় ওয়েবিনারে আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা, এছাড়া আলোকসজ্জা (মেইনগেট থেকে হাদীচত্বরের রাস্তা পর্যন্ত, প্রশাসনিক ভবন ও অদম্য বাংলা)।