বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামী ১৭ মার্চ ২০২১ খ্রিঃ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, বাদ যোহর খুবি জামে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক রচনা প্রতিযোগিতা। এছাড়া মেইন গেট, মেইনগেইট থেকে হাদি চত্বরের রাস্তা পর্যন্ত, প্রশাসনিক ভবন ও কালজয়ী মুজিব চত্বরে আলোকসজ্জা করা হবে।