
নারী দিবস উপলক্ষ্যে খুবিতে আন্তর্জাতিক ওয়েবিনার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘চ্যালেঞ্জেস ফর উইমেন এন্ড গার্লস ইন স্টেম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথেমেটিকস) রিসার্চ এমিড কোভিড-১৯’ শীর্ষক একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস্ ম্যানেজমেন্ট (আইইওএম)-কেইউ স্টুডেন্টস চ্যাপ্টার ও অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডাব্লিউএসডি)- বাংলাদেশ ন্যাশনাল চ্যাপ্টার যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
আজ সোমবার বিকাল ৩টায় খুবির ম্যাথেমেটিকস ডিসিপ্লিনের অধ্যাপক ও আইইওএম সোসাইটি-বাংলাদেশ চ্যাপ্টারের ট্রেজারার ড. মো. হায়দায় আলী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের প্যানেল বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের ‘এলাইড হেলথ সাইন্সেস’ অনুষদের ডিন ড. শারমিনা পারভিন, খুবির সাইন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি স্কুলের ডিন এবং আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. আফরোজা পারভীন। সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মো. হায়দায় আলী বিশ্বাস বলেন টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। তিনি যোগ করেন, করোনাকালেও খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী গবেষকরা মহামারী থেকে উত্তরণের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাদের গবেষণাগুলো ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে বলে তিনি জানান।
গনিত ডিসিপ্লিনের স্নাতকোত্তরের শিক্ষার্থী কাজী নুসরাত ইসলামের সঞ্চালনায় এ সময় প্যানেল স্পিকার হিসেবে আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা আখতার, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং খুবির ম্যাথেমেটিকস ডিসিপ্লিনের অধ্যাপক ও আইইওএম সোসাইটি-বাংলাদেশ চ্যাপ্টারের ট্রেজারার ড. মো. হায়দায় আলী বিশ্বাস। আলোচনা পর্বের পরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম)-কেইউ স্টুডেন্টস চ্যাপ্টার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের প্রবন্ধ লিখন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ফিলিপাইনের লা কনসোলেশন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ডেনিয়েল্লে এন্নে মে সি. প্রথম, একই বিশ্ববিদ্যালয়ের একই ডিসিপ্লিনের ক্রিস্টাইন আন্দ্রে পি. দ্বিতীয় এবং খুবির ম্যাথেমেটিকস ডিসিপ্লিনের কেফায়াত তাসনিম তৃতীয় স্থান অর্জন করেন। এসময় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।