
খুবিতে ডি-নথি কার্যক্রম বাস্তবায়ন শুরু
ইউজিসিতে আনুষ্ঠানিক উদ্বোধনের দু’দিনের মধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি-নথি কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় ডি-নথির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে উপস্থাপিত ডি-নথি উপাচার্যের অনুমোদনের জন্য পেশ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। উপাচার্য উক্ত নথির নোটাংশ অনুমোদন দিয়ে ডি-নথি রেজিস্ট্রারের নিকট প্রেরণ করেন। পরে অনুমোদন শেষে রেজিস্ট্রার ডি-নথির প্রক্রিয়ায় পত্র জারি করেন। উক্ত নিয়োগপত্র নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খানের নিকট প্রেরণ করা হয়।