তুরস্ক-সিরিয়ায় নিহতদের আত্মার শান্তি কামনায় খুবিতে দোয়া অনুষ্ঠিত

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নাগরিকদের মৃত্যুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ।