
খুবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আজ ২৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ১১ তলা আবাসিক, আইইআর ভবন, গ্রিন হাউস নির্মাণ ও স্থান নির্ধারণ এবং ডিজিটাল সার্ভেসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য চলমান উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করাসহ বেশ কয়েকটি বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় কমিটির সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভা সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার।